যশোরে আব্দুল মান্নান নামে এক ভ্যানচালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চাঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন আবুল হাসান বলেন, জীবিকার তাগিদে আব্দুল মান্নান সকালে ভ্যান নিয়ে যশোর শহরের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বাড়ি থেকে কয়েকগজ দূরে মসজিদের সামনে পাকা রাস্তায় পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।