• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

নিখোঁজ পুলিশ সদস্যের বস্তাবন্দি লাশ মিলল ডোবায়

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ আগস্ট ২০২৪, ১৭:৩৮
ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে কামরুল হাসান (২৩) নামে এক পুলিশ সদস্যের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে নিজ বাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কামরুল হাসান উপজেলার সোমভাগ ইউনিয়নের কংসপট্রি গ্রামের রোস্তম আলীর ছেলে।

নিহত পুলিশ সদস্য কামরুল হাসান এপিবিএন-১ ঢাকায় কর্মরত ছিলেন। এ ঘটনায় পুলিশ সদস্যের স্ত্রী নার্গিস আক্তারকে (২৪) আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক (এস আই) নাসির উদ্দিন।

স্থানীয়দের বরাত দিয়ে এস আই নাসির উদ্দিন বলেন, ওই পুলিশ সদস্য নিজ বাড়িতে এসে দুই দিন আগে নিখোঁজ হন। পরিবারের লোকজন তাকে সম্ভাব্য স্থানে খোঁজ করেও পায়নি। শুক্রবার সকালে এলাকাবাসী বাড়ির পাশে জমে থাকা ডোবার পানিতে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ধামরাই থানায় নিয়ে যায়।

তিনি আরও বলেন, গত বছর পাশের গ্রামের নার্গিস আক্তারকে বিয়ে করেন কামরুল। বিয়ের পর থেকে কামরুল ও নার্গিসের মধ্যে বিভিন্ন কারণে দূরত্ব তৈরি হয়। এ ছাড়া পারিবারিক কলহও ছিল। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা খতিয়ে দেখতে নিহত নার্গিসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ধামরাই থানার উপপরিদর্শক (এস আই) নাসির বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এবং এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী নার্গিস আক্তারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্ল্যাটে মিলল নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ
আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ২ পুলিশ সদস্য গ্রেপ্তার
ধামরাই পৌরসভার সাবেক মেয়র কবীর মোল্লা গ্রেপ্তার
বাড়িতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ সদস্য, ঢামেকে ভর্তি