• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৫ জেলে উদ্ধার

আরটিভি নিউজ

  ১৬ আগস্ট ২০২৪, ১৯:৫৮
প্রতীকী ছবি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে লঘুচাপের প্রভাবে উত্তাল থাকা বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে ১৫ মাঝিমাল্লা নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। তবে ডুবে যাওয়া ট্রলারের সব জেলেকে উদ্ধার হয়েছে। কিন্তু ট্রলারটি উদ্ধার করা যায়নি।

ট্রলারের মালিক উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মাতুব্বর।

তিনি জানান, সাগর উত্তাল হয়ে ওঠায় মাছ শিকারি জেলেরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি নিরাপদে আসার রওনা হয়। কিন্তু প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে অন্য একটি মাছ ধরার ট্রলার এসে জেলেদের উদ্ধার করে। কিন্তু ডুবে যাওয়া ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, আমরা এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখছি।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অটোভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত ৪
যে আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন নুরুল হক
পটুয়াখালী-৩ আসনে নুরকে সহযোগিতার নির্দেশ বিএনপির
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণীর আত্মহত্যা