ঝিনাইদহে বিএনপির দোয়া মাহফিল 

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪ , ০৮:৫০ পিএম


ঝিনাইদহে বিএনপির দোয়া মাহফিল 
ছবি : আরটিভি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তার সুস্থতা কামনায় ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ আগস্ট) শহরের গীতাঞ্জলী সড়কস্হ দলীয় কার্যালয়ে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুল আলিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, ঝিনাইদহ ২ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম মসিউর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও কেন্দ্রীয় ড্যাব সদস্য ডা. ইব্রাহিম রহমান বাবু।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন কৃষকদল নেতা নাসিম খান, জেলা তাতি দলের সাবেক সদস্য সচিব জাহিদ, শ্রমিকদলের সাবেক সহসভাপতি মানোয়ার হোসেন, মো. ইনসান আলী সহসভাপতি জেলা যুবদল, মোহারুন মণ্ডল যুগ্ম সম্পাদক জেলা যুবদল, আতিক উজ্জ্বল সহসাংগঠনিক জেলা যুবদল, মো. আমিরুল ইসলাম সহ-সাংগঠনিক জেলা যুবদল, মো. আসলাম হোসেন সম্পাদক জেলা যুবদল, মো. আকাশ আহমেদ উজ্জ্বল সম্পাদক জেলা যুবদল, আবু সালেহ সহআইন সম্পাদক জেলা যুবদল, রিপন খান যুগ্ম আহ্বায়ক পৌর যুবদল, আলমগীর হোসেন আলম যুগ্ম আহ্বায়ক পৌর যুবদল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মিরাজ, জেলা ছাত্রদলের সহসভাপতি মেহেদি, জেলা ছাত্রদলের সহসভাপতি মতিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মতিয়ার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলামিন, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক নাহিদ হাসান, ঝিনাইদহ সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পা, ঝিনাইদহ সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান, সদর থানা ছাত্রদল নেতা সবুজসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission