• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

লালপুরে ভুয়া চক্ষুচিকিৎসক ধরলেন শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

  ১৬ আগস্ট ২০২৪, ২১:৩৮
ছবি : সংগৃহীত

নাটোরের লালপুরে এক ভুয়া চক্ষুচিকিৎসককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে লালপুর পুলিশ তাকে কারাগারে পাঠায়। লালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান আটক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার লালপুর বালিকা উচ্চবিদ্যালয় বিপণিবিতানের একটি চশমাঘর থেকে তাকে আটক করা হয়।

আটক আরিফুর রহমান (৪২) কুষ্টিয়া জেলা সদরের হরিপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থী বৃহস্পতিবার রাত আটটার দিকে লালপুর বালিকা উচ্চবিদ্যালয় এলাকার বর্ণালি চশমাঘর থেকে একজন ভুয়া চিকিৎসককে আটক করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আরিফুর রহমান নামের ওই ব্যক্তি নিজেকে চক্ষুচিকিৎসক হিসেবে পরিচয় দেন। তবে তিনি এর সমর্থনে কোনো প্রমাণ দেখাতে পারেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে ৪ মণ পলিথিন জব্দ, কারখানা মালিককে জরিমানা
চাঁদপুরে ২২ দিনে টাস্কফোর্সের অভিযানে ২১৪ জেলে আটক
চলনবিলে নামলেন দেড় হাজার মানুষ, ধরলেন ৩টি বোয়াল
মেঘনা থেকে ১৫ লাখ টাকার বালু লুট হচ্ছে প্রতিদিন, নীরব প্রশাসন