• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ আগস্ট ২০২৪, ২৩:৪৭
ছবি : সংগৃহীত

নরসিংদীতে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় জেলার মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মঈষারকান্দী এরাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের রাজি উদ্দীন রাজুর ছেলে আসিফ মাহমুদ (২৮)। পেশায় তিনি কাপড় ব্যবসায়ী ছিলেন। অন্য জনের নাম এমরান (২৫)। তিনি একই এলাকার আবুল খায়েরের ছেলে।

আসিফের ১৪ দিন বয়সের এক কন্যা সন্তান রয়েছে এবং এমরান বৃহস্পতিবার বিয়ে করেছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় আসিফ এবং এমরান মোটরসাইকেলে সাগরদীর দিকে যাচ্ছিলো। এ সময় ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় এমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। তবে এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নসিমন খাদে পড়ে প্রাণ গেল চালকের 
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
সংঘর্ষে আহত শ্রমিক দল নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ
ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ২ জনের