• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

আশুলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ আগস্ট ২০২৪, ১৪:০২
ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ৪২ হাজার ২২০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

শনিবার (১৭ আগস্ট) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্রগ্রামের সাতকানিয়া থানার শিকদারপাড়া এলাকার জিয়াউল হক জুনুর ছেলে মোজাম্মেল হক (ওরফে ইকবাল হোসেন) (৪৮) এবং বাঁশখালি উপজেলার কালিপুরের মৃত সুলতান আহমেদের মেয়ে মর্তুজা আক্তার রুনা (৩৭)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের তল্লাশি করে মোট ৪২ হাজার ২ শত ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আসামিরা দীর্ঘদিন ধরে চট্রগ্রাম থেকে মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলেও জানায় র‍্যাব।

র‍্যাব-৪ এর সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজ্জাদুর রহমান বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ২ পুলিশ সদস্য গ্রেপ্তার
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, আটক ১৩