• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

হামলা-ভাঙচুরের ঘটনায় ২ আ.লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ আগস্ট ২০২৪, ১৪:২০
ছবি : আরটিভি

জামালপুরের বকশীগঞ্জে বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও পিটিয়ে আহত করার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতার গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় নিলাখিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের নিজ বাড়িতে তারা এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আবু রায়হান বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর ওইদিন বিকেলে নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নৌরুজ মিয়া ও তার ভাই আনোয়ার হোসেনের নিলাখিয়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এরই জের ধরে সন্ধ্যায় সাজিমারা গ্রামের আওয়ামী লীগ নেতা নৌরুজ মিয়া ও তার ভাই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল মানুষ একই গ্রামে আমার, আমার ভাই ও ভাগনের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে তারা ৬ জনকে পিটিয়ে আহত করে।

তিনি আরও বলেন, আমি নৌরুজ মিয়া ও তার ভাইসহ অন্যান্যদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ব ইজতেমার তারিখ নিয়ে যা জানাল আলমি শুরা
পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবিতে সংবাদ সম্মেলন
সমন্বয়ক ট্যাগ দিয়ে ববি শিক্ষক-শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ
‘হাসিনাকে করা প্রতিটি প্রশ্নেরই একটি নির্দিষ্ট বিনিময় মূল্য থাকত’