• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

হামলা-ভাঙচুরের ঘটনায় ২ আ.লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ আগস্ট ২০২৪, ১৪:২০
ছবি : আরটিভি

জামালপুরের বকশীগঞ্জে বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও পিটিয়ে আহত করার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতার গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় নিলাখিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের নিজ বাড়িতে তারা এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আবু রায়হান বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর ওইদিন বিকেলে নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নৌরুজ মিয়া ও তার ভাই আনোয়ার হোসেনের নিলাখিয়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এরই জের ধরে সন্ধ্যায় সাজিমারা গ্রামের আওয়ামী লীগ নেতা নৌরুজ মিয়া ও তার ভাই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল মানুষ একই গ্রামে আমার, আমার ভাই ও ভাগনের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে তারা ৬ জনকে পিটিয়ে আহত করে।

তিনি আরও বলেন, আমি নৌরুজ মিয়া ও তার ভাইসহ অন্যান্যদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমন্বয়ক ট্যাগ দিয়ে ববি শিক্ষক-শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ
‘হাসিনাকে করা প্রতিটি প্রশ্নেরই একটি নির্দিষ্ট বিনিময় মূল্য থাকত’
ছাত্রলীগ কর্মীকে ভিসির পিএস নিয়োগ, প্রতিবাদে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
ছেলে নির্দোষ, নারীকে হত্যার পর ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড়