• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

বাঁশখালীতে পাহাড়ি ঢলে শিশুর মৃত্যু

আরটিভি নিউজ

  ১৮ আগস্ট ২০২৪, ০৫:৫১
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে নোহান মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি গজিনিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নোহান একই এলাকার আমিন হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বাঁশখালীতে শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। উপজেলার পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, বৈলছড়ি, কাথরিয়া, জলদী, শীলকূপ, চাম্বল, পুঁইছড়ি এলাকায় পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তলিয়ে গেছে উপজেলার নিম্নাঞ্চল। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকার লোকজন।

পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেকুর রহমান বলেন, আমার ইউনিয়নে পাহাড়ি ঢলে শনিবার দুপুর নাগাদ এক শিশু নিখোঁজের খবর পাই। খোঁজাখুঁজির পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার গণমাধ্যমকে বলেন, শিশুর মৃত্যুর খবর স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে অবগত হয়েছি। প্রতিটি ইউনিয়নের খবর রাখছি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করতোয়া নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু 
ব্যবসায়ীকে পিটিয়ে ২০ লাখ টাকা লুটের অভিযোগ
অনুমতি ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার