• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

আরটিভি নিউজ

  ১৮ আগস্ট ২০২৪, ১৩:৪০
বাগেরহাট
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে বাসের পেছনে ধাক্কা লেগে অমিত সর্দার (২৪) এবং রানা শেখ (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় এ ঘটনা ঘটে।

অমিত সর্দার মোল্লাহাট উপজেলার মেঝের গাওলা গ্রামের রাজা সরদারের ছেলে ও রানা শেখ হচ্ছেন লিয়াকত শেখের ছেলে।

এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক মোল্লাহাট উপজেলা সদরে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত বাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে মোল্লাহাট হাইওয়ে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ ছাত্রদল কর্মী নিহত
স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শিশুর 
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত