• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ আগস্ট ২০২৪, ১৭:৫৬
ছবি : আরটিভি

নরসিংদীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে জেলা কারাগার থেকে লুট হওয়া একটি শটগান ও একটি রাইফেলসহ ৫টি অস্ত্র ও ২৬ রাউন্ড তাজা রাবার বুলেট উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার (১৮ আগস্ট) দুপুরে নরসিংদী ক্যাম্পে ২৮ ইষ্ট বেঙ্গল সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব এসব উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জেলা পুলিশের কাছে হস্তান্তর করে।

লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব জানায়, গত ১৬ আগস্ট গোপন সংবাদে জেলার চিনিশপুর ইউনিয়নে একটি বাড়িতে অস্ত্র থাকার সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে জেলা কারাগার থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়। এছাড়া একই ইউনিয়নের কালির হাট এলাকায় অভিযান চালিয়ে আরেকটি রাইফেল উদ্ধার করা হয়।

এছাড়া গত ৮ আগস্ট শহরের বড়বাজার এলাকায় একটি পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালিয়ে ২৬টি রাবার বুলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে গত ১১ আগস্ট রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামে একদল ডাকাতকে ধাওয়া দিয়ে তাদের ফেলে যাওয়া ৩টি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এসব উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে কাউকে গ্রেপ্তার করা যায়নি। পরে অস্ত্র ও গোলাবারুদগুলো জেলা পুলিশের পক্ষ থেকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভির আহামেদ গ্রহণ করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংঘর্ষে আহত শ্রমিক দল নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ
নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা 
ছেলের দায়ের কোপে মা নিহত
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় রেস্তোরাঁ ম্যানেজার নিহত