• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

গুলিতে নিহত ইমনের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২৪, ০৯:৫৬

টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ইমনের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (১৯ আগস্ট) রাত ৯টায় গোপালপুর উপজেলার নলিন হাই স্কুল মাঠে জানাজা নামাজে হাজারো মানুষের ঢল নামে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত ইমনের ছোট ভাই হাফেজ সুমন জানাজা নামাজ পড়ান।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার গোলাম সবুর ও বিএনপির কেন্দ্রিয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা ও উপজেলার সমন্বয়কবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ জানাজায় অংশ নেয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন ইমন। দুই সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে মারা যান তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের জনপ্রিয়তা থাকলেও প্রশাসনিক অসহযোগিতা রয়েছে: নাহিদ
এলডিপির সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক
জুমার নামাজ শেষে ফেরার পথে বিএনপি কর্মীকে হত্যা
শিবচরে বিএনপি নেত্রীর বাসায় দুর্ধর্ষ চুরি