• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সিদ্ধিরগঞ্জে মিলন হত্যা মামলায় শেখ হাসিনাসহ আসামি ৬২ জন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২৪, ১১:০০
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় গুলিতে নিহত মিলনের স্ত্রী শাহনাজ বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৬২ জনের নাম উল্লেখ্য করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

রোববার (১৮ আগস্ট) রাতে নিহতের স্ত্রী মোসাম্মাৎ শাহনাজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ হত্যা মামলা করেন। এ নিয়ে নারায়ণগঞ্জে তাদের বিরুদ্ধে ২টি হত্যা মামলা হলো।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২১ জুলাই গণঅভ্যুত্থানে শিমরাইল এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দিয়ে মাছের আড়তে যাচ্ছিলেন মাছ ব্যবসায়ী মিলন মিয়া। এ সময় ১ থেকে ৩ নম্বর আসামির নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে গুলিবর্ষণ করে। এতে মিলন বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে সাইনবোর্ডে এলাকায় প্রো-একটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামলায় আরও আসামিরা হলেন— শামীম ওসমানের ছেলে অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, সাবেক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মতিউর রহমান মতি, রুহুল আমিন, ইফতেখার আলম খোকনসহ মহানগর যুবলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন সাজনু সাবেক আওয়ামী লীগ নেতা জাকিরুল আলম হেলাল, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াসহ ৬২ জনের নাম মামলায় উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১০ জনের 
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
এক সপ্তাহে ডেঙ্গুতে গেল ৩৯ প্রাণ
বেসরকারি মেডিকেল শিক্ষায় অশনি সংকেত অটোমেশন, ক্ষুব্ধ অভিভাবকরা