• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

গর্ত খুঁড়ে উদ্ধার হলো বৃদ্ধার মরদেহ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২৪, ১৬:৫৬
গর্ত খুঁড়ে উদ্ধার হলো বৃদ্ধা নারীর মরদেহ
ছবি : আরটিভি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দক্ষিণ বড় বালিয়াতলী গ্রাম থেকে আয়েশা বেগম নামে ৬৫ বছরের এক বৃদ্ধার মরদেহ গর্ত খুঁড়ে পুলিশ ও সেনাসদস্যরা উদ্ধার করেছেন।

সোমবার (১৯ আগস্ট) বেরা ১১টার দিকে দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামের মো. ইউনুস মিয়ার বাড়ির পাশের মাটির গর্ত খুঁড়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আয়েশা একই গ্রামের মৃত মোশারফ হোসেনের স্ত্রী। স্বামীর মৃত্যুর পরে তিনি বাজারে মাছ ও তরকারি টোকানোর কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, নিহত গৃহবধূর শরীরে পচন ধরেছে। দুই থেকে তিন দিন আগে তাকে মেরে মাটিচাপা দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হামলা
স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক
পটুয়াখালীর বাউফলে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ীকে অপহরণ 
এবার পটুয়াখালীতে আজহারীর মাহফিল, জানা গেল তারিখ