• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২৪, ১৭:০৩
সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ছবি : সংগৃহীত

সাতক্ষীরা-ভোমরা সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরও ৩ জন।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সড়কের আলিপুর ঢালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদরের আলিপুর বাজার খোলা এলাকার খলিলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩০) ও একই এলাকার নুর আলী সরদারের ছেলে আব্দুল হান্নান (৪০)।

স্থানীয়রা জানান, দুপুরে ভোমরা স্থলবন্দরে যাচ্ছিল একটি খালি ট্রাক। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেলের ২ আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তিনজন পথচারী। তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, মরদেহ দুটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী নিশি গ্রেপ্তার
সাতক্ষীরা সীমান্তে কৃষককে জমি চাষে বিএসএফের বাধা
কুমিল্লায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ 
এবার মসজিদের সাইনবোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা’, অতঃপর...