• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

সিলেটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা

আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২৪, ১৭:৪৩
সিলেটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা
ছবি : সংগৃহীত

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী রুদ্র সেন নিহতের ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৭৬ নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০০ জনকে অজ্ঞাতপরিচয়ে আসামি করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জজকোর্টের আইনজীবী আব্দুর রব।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, অতিরিক্ত কমিশনার সাদেক দস্তগীর কাউসার, জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান, পরিদর্শক (তদন্ত) আবু খালেদ মো. মামুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, রনজিত সরকার, শফিউল আলম চৌধুরী নাদেল, শাবি ভিসি ফরিদ উদ্দিন, প্রোভিসি কবির হোসেন, সাবেক প্রক্টর কামরুজ্জামান চৌধুরী, কলেজ পরিদর্শক তাজিম উদ্দিন, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জগদীশ চন্দ্র দাশ, তারেক উদ্দিন তাজ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ।

মামলার এজাহারে বলা হয়েছে, নির্বিচারে গুলিবর্ষণ ও আক্রমণে আন্দোলনরত ছাত্র-জনতা গুলিবিদ্ধ হন। অনেকে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। সাউন্ড গ্রেনেড ছুড়ে এলাকায় আতঙ্ক ছড়ান তারা। এ সময় ধাওয়া খেয়ে আন্দোলনরত শাবি শিক্ষার্থী রুদ্র সেন নগরীর এতিম স্কুল রোডের একটি সংযোগ খালে পড়ে যান। পরে পানিতে ডুবিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন আসামিরা।

এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুর রব বলেন, ‘শাবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় আদালতে মামলা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়েছেন।’

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ১২ কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত
সিলেটে ২৬৯ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১
সিলেটে পুরোনো কূপ সংস্কার করতে গিয়ে মিলল গ্যাসের সন্ধান