• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঝালকাঠিতে খাদ্য কর্মকর্তাকে কারাদণ্ড

আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২৪, ১৭:৫৯
ঝালকাঠিতে খাদ্য কর্মকর্তাকে কারাদণ্ড
ছবি : সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা মো. নাজমুল হোসেনকে চেক প্রত্যাখ্যানের মামলায় এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তাকে ১৪ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

সোমবার (১৯ আগস্ট) ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শামীম আহম্মেদ এ রায় দেন।

আদেশের ঘণ্টাখানেক পরে দণ্ডিত আসামি তার আইনজীবীর মাধ্যমে ৭ লাখ টাকা দিয়ে জামিন নেন।

বিষয়টি নিশ্চিত করছেন আসামি পক্ষের আইনজীবী নাসির উদ্দিন কবির।

জানা যায়, ২০২৩ সালে মো. নাজমুল হোসেন ঝালকাঠি সদরের খাদ্য গুদামের কর্মকর্তা থাকাকালীন সময়ে খাদ্য পরিবহন ঠিকাদার আবুল বাশার শামীমের কাছ থেকে ১৪ লাখ টাকা ঋণ হিসেবে নেন। এর বিপরীতে তিনি ঠিকাদার আবুল বাসার শামীমকে ১৪ লাখ টাকার একটি চেক দেন। পরে বকেয়া টাকা পরিশোধ না করায় ও ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় ঠিকাদার আবুল বাসার শামীম চেক প্রত্যাখ্যানের মামলা করেন। সে মামলা বিচারিক আদালত ঝালকাঠি ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় খাদ্য কর্মকর্তা মো. নাজমুল হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আইনজীবী নাসির উদ্দিন কবির বলেন, ৫০ ভাগ টাকা অর্থাৎ সাত লাখ টাকা আদালতে জমা দিলে আসামি জামিন পাবেন। আসামিপক্ষ টাকা জমা দেওয়ার ব্যবস্থা করে জামিনে এসেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা ও আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠিতে ২ মামলা
আরও এক মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হলো 
ঝালকাঠিতে আড়াই লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ
শাহজাহান ওমরসহ ২০৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা