• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

বঙ্গোপসাগরে পণ্যবোঝাই ট্রলারডুবি, নিখোঁজ ১

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২৪, ১৮:১২
বঙ্গোপসাগরে পণ্যবোঝাই ট্রলারডুবি, নিখোঁজ ১
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগর দিয়ে পণ্যবোঝাই করে চট্টগ্রাম থেকে কুতুবদিয়া আসার পথে ভারী বৃষ্টির কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারের ৮ জন শ্রমিকের মধ্যে ৭ জন উদ্ধার হলেও মোহাম্মদ ইব্রাহিম নামে এক শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) ভোরে বাঁশখালী কয়লা বিদ্যুৎ-সংলগ্ন গহিরা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. সুয়াইব বিকাশ।

নিখোঁজ ইব্রাহিমের বাড়ি কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের আমজাখালী গ্রামে।

জানা যায়, দ্বীপ উপজেলার নিত্যপ্রয়োজনীয় পণ্য সাগর পথে আনা-নেওয়া করতে হয়। প্রতিদিনের মতো পণ্যবোঝাই করে চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকা থেকে সাগর পথে কুতুবদিয়া বড়ঘোপ ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রলারটি। আসার পথে বাঁশখালী কয়লা বিদ্যুৎ-সংলগ্ন গহিরা এলাকায় এবং কুতুবদিয়ার সাগর পয়েন্টে এসে ভারি বৃষ্টির কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার মো. সুয়াইব বিকাশ বলেন, সাগর প্রচণ্ড উত্তাল থাকলেও জয় বাংলা জাহাজের সহযোগিতায় উদ্ধার কাজ চলছে। প্রতিকূল মুহূর্তেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘূর্ণিঝড় ‘দানা’ এখন কোথায়, কখন আঘাত হানবে
ঘূর্ণিঝড় ‘ডানা’ নিয়ে সবশেষ যে তথ্য জানাল আইএমডি
গভীর নিম্নচাপ রূপ নিলো ঘূর্ণিঝড়ে, বাড়ল সতর্কসংকেত 
বঙ্গোপসাগরে লঘুচাপ, যখন আঘাত হানবে ঘূর্ণিঝড় ‌‌‘ডানা’