• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

সাবেক মেয়র লিটনসহ ১২০০ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ আগস্ট ২০২৪, ১০:২৮
ছবি: সংগৃহীত

রাজশাহীতে শিক্ষার্থী আলী রায়হান হত্যার ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ১২শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) রাতে নিহতের ভাই রানা ইসলাম নগরীর বোয়ালিয়া মডেল থানায় এ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাজশাহীর তালাইমারি এলাকা থেকে মিছিল নিয়ে সাহেববাজার এলে মেয়র লিটনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হন আলী রায়হান। পরে ৮ আগস্ট সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, রায়হান আলীর মৃত্যুর ঘটনায় তার ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। সেটি আমরা গ্রহণ করেছি। এতে ৫০ জনের নাম উল্লেখ করে ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানি পেছাল
নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩১৬২ কোটি টাকা লেনদেনের অভিযোগে মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীজুড়ে ২ হাজার ২০৬ মামলা
বকশীবাজার আদালত কক্ষে আগুন, বিডিআর বিদ্রোহ মামলার শুনানি মুলতবি