• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে দেখা দিয়েছে লোকাল বাসের সংকট

আরটিভি নিউজ

  ২০ আগস্ট ২০২৪, ১১:০৫
ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে লোকাল বাসের সংকট দেখা দিয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সকাল থেকে কোনো লোকাল বাস চলতে দেখা যায়নি।

জানা গেছে, বাস মালিক-শ্রমিকরা নানান অজুহাতে এ রুটে বাস বন্ধ রেখেছে।

এতে সাইনবোর্ড, মাতুয়াইল, রায়েরবাগ, শনিরআখরায় হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। বেশি বিপাকে পড়েছেন অফিসগামীরা। দু-একটি যানবাহন যাত্রী পরিবহন করলে তাদেরকেও বাধা দিচ্ছেন পরিবহন শ্রমিকরা।

শিক্ষার্থীরা দূরপাল্লার বাস থামিয়ে যাত্রীদের ওঠার ব্যবস্থা করার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। দু-তিন কিলোমিটার পর্যন্ত যানজট দেখা গেছে কোথাও।

আবুল হাসান নামে একজন জানিয়েছেন, বেশির ভাগ স্থানে কোনো পুলিশ নেই। শুধু মাতুয়াইল ইউটার্নে কয়েকজন পুলিশ দেখা গেছে, যারা একত্রে বসে মিটিং করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের কোনো তৎপরতা নেই। কোনো ব্যবস্থাও নিচ্ছেন না।

এ অঞ্চলের কিছু ছাত্রকে পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। তারা সমস্যা সমাধানের জন্য বিভিন্ন আশ্বাস দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু খুব একটা কাজে আসছে না।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় ট্রেনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত বেড়ে ৬ 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, শ্রমিক বিক্ষোভে দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ