• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

দোকান দখলের অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

  ২০ আগস্ট ২০২৪, ১৩:৪০
দোকান দখলের অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
ছবি : সংগৃহীত

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জ জাতীয়তাবাদী যুবদলের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সুজাউদ্দিন বুলবুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। একই অভিযোগে জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরকেও বহিষ্কার করা হয়েছে।

সোমবার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি মঙ্গলবার (২০ আগস্ট) সকালে এই প্রতিবেদকের হাতে আসে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদেরকে সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিদের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।

এ ব্যাপারে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, বহিষ্কৃত যুবদলের দুই নেতার বিরুদ্ধে শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় এক ব্যক্তির জায়গা ও দোকান দখল করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই ব্যক্তি এ বিষয়ে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কাছে লিখিত অভিযোগ করেন। বিষয়টি যুবদলের কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছিল।

তবে এ অভিযোগ অস্বীকার করে সুজাউদ্দিন বুলবুল বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতা শামসুর রহমান বহিষ্কার 
রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সচিবকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন
শাবিপ্রবি ছাত্রলীগের ২৯ সদস্যকে সাময়িক বহিষ্কার
শ্রীনগরে থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার