• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

নওগাঁয় পার্সেল সার্ভিস থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ আগস্ট ২০২৪, ১৬:৩৭
ছবি : আরটিভি

নওগাঁয় একটি পার্সেল সার্ভিসের স্টোররুম থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে শহরের চকমুক্তার দয়ালের মোড়ে অবস্থিত জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসের স্টোর রুমে অভিযান চালিয়ে এ গাঁজাগুলো উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসের স্টোর রুমে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার শ্রীমঙ্গল শাখা থেকে আসা সাদা রঙের চায়ের ২টি বস্তা থেকে টেপ দিয়ে মোড়ানো ৬টি প্যাকেট থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

এ সময় পার্সেলে লেখা ছিল প্রাপকের নাম এম আর সুমন, নওগাঁ এবং প্রাপকের মুঠোফোন নম্বর দেওয়া ছিল। প্রেরকের নামের জায়গায় লেখা ছিল রাজীব ট্রি শ্রীমঙ্গল ও একটি মুঠোফোন নম্বর দেওয়া ছিল। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের পরদিন সড়কে ঝরল যুবকের প্রাণ
রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
নওগাঁ জেলা আ.লীগ সভাপতি মালেকের জানাজা ও দাফন সম্পন্ন
নওগাঁয় ২ সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতন