• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

লুট হওয়া অস্ত্র উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করল বিজিবি

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ আগস্ট ২০২৪, ১৭:৩৫
ছবি : আরটিভি

রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র ও শটগানের গুলি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিজিবি সদস্যরা। গত ৫ আগস্ট সরকার পতনের দিন এসব অস্ত্র লুট হয়েছিল বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে রাজশাহী মহানগরী চন্দ্রিমা থানায় এসব অস্ত্র ও গুলি হস্তান্তর করেন বিজিবি-১ এর সহকারী পরিচালক (এডি) নজরুল ইসলাম।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অস্ত্র লুট করেন দুর্বৃত্তরা। পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সদস্যরা তা উদ্ধার করে বিজিবিকে হস্তান্তর করে। আজ সেগুলো সংশ্লিষ্ট থানাকে বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বিভিন্ন থানা এলাকায় যেসব অস্ত্র বা গোলাবারুদ লুট হয়েছে এরই মধ্যে সেগুলো বিভিন্ন বাহিনীর উদ্ধার করে বুঝিয়ে দিতে শুরু করেছে। এর অংশ হিসেবে একটি চাইনিজ রাইফেল ও একটি শটগান এবং পাঁচটি শটগানের কার্টিজ বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। এ সময় বিজিবি, সেনাবাহিনীর ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
হিলিতে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির
ভারতীয় দুর্বৃত্তদের ওপর বিজিবির গুলি, পাচার হওয়া কিশোরী উদ্ধার
নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র উদ্ধার