শেখ হাসিনা-কাদেরসহ ২১৭ জনের বিরুদ্ধে জয়পুরহাটে হত্যা মামলা

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪ , ০৬:৩২ পিএম


শেখ হাসিনা-কাদেরসহ ২১৭ জনের বিরুদ্ধে জয়পুরহাটে হত্যা মামলা
ফাইল ছবি

জয়পুরহাট সদর থানার সামনে বিজয় মিছিলের দিন মেহেদী (২৫) নামে এক যুবক গুলিতে নিহত হন। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ ২১৭ জনকে। মামলায় আরও আসামি করা হয়, জয়পুরহাটের সাবেক দুই সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নিহতের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি বাদী হয়ে জয়পুরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে জয়পুরহাট সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বাদী আইনজীবী আব্দুল মোমিন ফকির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহত মেহেদী শহরের নতুনহাট এলাকার মৃত্যু আলতাফ হোসেন শেখের ছেলে। পেশায় একজন অটোচালক ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর কয়েকশ ছাত্রজনতা জয়পুরহাট সদর থানার বাইরে অবস্থান নিয়ে বিজয় মিছিল দিচ্ছিলেন।

এর কিছুক্ষণ পর থানার ভেতরে অবস্থান নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল ও গুলি ছুড়তে থাকেন। এতে গুলিবিদ্ধ হন মেহেদী। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বিজ্ঞাপন

বাদীর আইনজীবী আব্দুল মোমিন ফকির বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২১৭ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে জয়পুরহাট সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission