• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

পঞ্চগড়ের সাবেক মেয়রসহ ১১ আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ আগস্ট ২০২৪, ১৯:২৩
ছবি : আরটিভি

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় যুবদল নেতার ওপর হামলার ঘটনায় অপসারণ হওয়া মেয়র, উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলরসহ ১১ আওয়ামী লীগ নেতার নামে মামলা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) রাতে পঞ্চগড় সদর থানায় পঞ্চগড় পৌরসভা যুবদলের সদস্য সচিব নুর ইসলাম দিপু তার ওপর হামলার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, সদ্য অপসারণ হওয়া পঞ্চগড় পৌরসভার মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন (৫০), পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম (৬০), পঞ্চগড় পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি হাসনাত মো. হামিদুর রহমান (৪০), জেলা আ.লীগের সহসভাপতি মো. আবু তোয়াবুর রহমান (৫৮), সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান শেখ মিলন (৪৫), জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম পল্লব (৪৮), জেলা ছাত্রলীগের সভাপতি আবু হাসান নোমান (৩২), পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম (৫৫), আ.লীগ নেতা সাইফুল ইসলাম তপন (৩৫) এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. জাহাঙ্গীর (২৫)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বিকেলে পঞ্চগড় চৌড়ঙ্গী মোড়ে জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জাকিয়া খাতুনের নির্দেশে যুবদল নেতা নুর ইসলাম দিপুর ওপর হামলা করেন অভিযুক্তরা। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে জানান ওসি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল, থাকবে এক মাস
দিনাজপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন বদিউল আলম
কুমিল্লায় আন্দোলনে গুলি করা আ.লীগ নেতা অস্ত্রসহ আটক