• ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১
logo

তালায় পল্লীচিকিৎসকের মরদেহ উদ্ধার 

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ আগস্ট ২০২৪, ২৩:০০
ছবি : আরটিভি

সাতক্ষীরার তালা উপজেলার ত্রিশমাইল এলাকা থেকে হাসানুর রহমান নামের এক পল্লীচিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে সেনা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে উপজেলার ত্রিশমাইল নামক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাসানুর রহমান (৩২) নগরঘাটা ইউনিয়নের চকেরকান্দা গ্রামের ওজিয়ার রহমানের ছেলে।

নিহতের পরিবার জানায়, হাসানুর একজন গ্রাম্য চিকিৎসক। পোড়ার বাজারে তার একটি চেম্বার রয়েছে। কে বা কারা তার চেম্বারে একটি দা রেখে যায়। সন্ধ্যায় স্থানীয় দুর্বৃত্তরা তার চেম্বার থেকে ধরে নিয়ে তরুণ সংঘ নামের একটি ক্লাবে আটকে রাখে। এরপর রাতে তাকে পিটিয়ে হত্যা করে ত্রিশমাইল নামক স্থানে ফেলে রেখে যায় তারা। ভোরে হাসানুরের মরদেহ উদ্ধার করে সেনা বাহিনীর সদস্যরা।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, সকালে উপজেলার ত্রিশমাইল এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তালা উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, টহলরত অবস্থায় নগরঘাটা ইউনিয়নের ত্রিশমাইল এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের অফিস সহকারীর মরদেহ উদ্ধার
ব্রহ্মপুত্রে নিখোঁজ ৪ শিশুর মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
যমুনায় নিখোঁজের একদিন পর ভাই বোনের মরদেহ উদ্ধার