• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

আশুলিয়ায় রাস্তায় ড্রেনের পয়োবর্জ্য, শিক্ষার্থীদের মানববন্ধন

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ আগস্ট ২০২৪, ০৫:৩৭
ছবি: সংগৃহীত

আশুলিয়ার জিরাবোতে ৫টি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তরা ড্রেনের পয়ঃনিষ্কাশনের পানি ছেড়ে দেওয়ায় স্কুল, কলেজ, মাদরাসাসহ হাজার শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছেন। এর প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা একটি মানবন্ধনের আয়োজন করেন।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১টায় শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন।

সরজমিনের ঘুরে দেখা গেছে, জিরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিরাবো উচ্চ বিদ্যালয়, জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজ, জামিয়াতুল উলুম মাদ্রাসা, ইয়ারপুর পরিবারকল্যাণ কেন্দ্রের রাস্তা এই নোংরা পানি দিয়ে তলিয়ে গেছে।

শিক্ষার্থীরা জানান, স্কুলে আসার পথে আমাদের জামাকাপড় নোংরা হয়, অনেকে এই পানি গায়ে লাগার কারণে অসুস্থ হয়ে পড়ছে।

মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, মাদ্রাসায় যাবার পথে রাস্তা থেকে পয়ঃনিষ্কাশনের পানি আমাদের গায়ে লাগার কারণে প্রায়শই আমরা অস্বস্তিতে থাকি।

নবম শ্রেণির ছাত্রী পূরবী রানী দেবনাথ শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্রুত পানি নিষ্কাশনের জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি পেশ করে বলেন, তাদের এই দাবি মেনে না নেওয়া হলে প্রয়োজনে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে।

জিরাবো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আওয়াল বলন, রাস্তায় ময়লা পানি থাকার কারণে ছাত্র-ছাত্রীদের অনেকে স্কুলে আসছে না। তাছাড়া ইউনিয়ন পরিষদের পরিবার কল্যান কেন্দ্রে সেবা গ্রহীতারা সেবা নিতে পারছেন না বলেও অভিযোগ জানান তিনি।

জিরাবো উচ্চ বিদ্যালয়ের সভাপতি নরুল ইসলাম তুফান অবিলম্বে এই জনদুর্ভোগ নিরসনের দাবি জানান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্যুরিস্ট পুলিশের দাবিতে নিঝুমদ্বীপে মানববন্ধন
দিনে দুইবার সাগরে ডুবে যায় রহস্যময় যে রাস্তা
রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে ফের মানববন্ধন 
ভর্তি ফি কমানোসহ ৩ দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন