• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ আগস্ট ২০২৪, ০৯:৩১
ছবি: আরটিভি

ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে মিলিত হয়। বর্ণাঢ্য এ র‌্যালিতে স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহদপ্তর সম্পাদক সাহেদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, মাসুম পারভেজ, আব্দুস সামাদ, দেলোয়ার হোসেন, এরশাদ হোসেন সোনা, সাজেদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, বুলবুল আহমেদ, সাহেব আলী, হাসানুজ্জামান লিসান, টোকন মল্লিক প্রমুখ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালীগঞ্জে পেট্রোল পাম্প থেকে বাস চুরি
কালীগঞ্জে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
হিলির ঐতিহ্যবাহী সীমান্ত শিখা ক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন