• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

আরটিভির সাংবাদিকের ওপর হামলা, আসামি কারাগারে 

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ আগস্ট ২০২৪, ১৪:৫৮
ছবি: আরটিভি

পেশাগত দায়িত্ব পালনের সময় আরটিভির সুনামগঞ্জ প্রতিনিধি শহীদ নূর আহমেদের ওপর সন্ত্রাসী হামলার অন্যতম আসামি জিলানীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২১ আগস্ট) দুপুরে শান্তিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিপক্ষ জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে জিলানীকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মোহাম্মদ ফারহান সাদিক।

বুধবার (২১ আগস্ট) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ বিচারক মোহাম্মদ ফারহান সাদিক।

আদালতের এমন রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাংবাদিক শহীদ নূর ও তার আইনজীবী।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট শান্তিগঞ্জ উপজেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন আরটিভির সুনামগঞ্জ প্রতিনিধি শহীদনূর আহমেদ। এই ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক। এই মামলার ১৫ নং আসামি ছিলেন জিলানী মিয়া। যার বিরুদ্ধে হামলার সময় ক্যামেরা চুরির অভিযোগ করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির মিছিলে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৪০ কৃষক নিহত
গণভবনে মিলল টিউলিপের প্রচারপত্র, অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধের নোট