আরটিভির সাংবাদিকের ওপর হামলা, আসামি কারাগারে
পেশাগত দায়িত্ব পালনের সময় আরটিভির সুনামগঞ্জ প্রতিনিধি শহীদ নূর আহমেদের ওপর সন্ত্রাসী হামলার অন্যতম আসামি জিলানীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২১ আগস্ট) দুপুরে শান্তিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিপক্ষ জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে জিলানীকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মোহাম্মদ ফারহান সাদিক।
বুধবার (২১ আগস্ট) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ বিচারক মোহাম্মদ ফারহান সাদিক।
আদালতের এমন রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাংবাদিক শহীদ নূর ও তার আইনজীবী।
প্রসঙ্গত, গত ৬ আগস্ট শান্তিগঞ্জ উপজেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন আরটিভির সুনামগঞ্জ প্রতিনিধি শহীদনূর আহমেদ। এই ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক। এই মামলার ১৫ নং আসামি ছিলেন জিলানী মিয়া। যার বিরুদ্ধে হামলার সময় ক্যামেরা চুরির অভিযোগ করা হয়।
মন্তব্য করুন