• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও নগদ টাকাসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ আগস্ট ২০২৪, ১৫:৪৭
ছবি: আরটিভি

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি ম্যাগজিনসহ হাবিবুর রহমান রাজিব (৪০) নামে একজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় নগদ ১১ লাখ টাকাও উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ায় ওই অভিযান চালানো হয়।

আটক হাবিবুর রহমান রাজিব চু্য়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার আব্দুল মান্নানের ছেলে।

জানা গেছে, সকালে গোপন সংবাদের ভিত্তিতে চু্য়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় হাবিবুর রহমান রাজিবের ভাড়া বাড়ির আলমারি তল্লাশি করে একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ২টি দেশীয় অস্ত্র ও নগদ ১১ লাখ টাকা উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বলেন, আটক হাবিবুর রহমান রাজিবকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে একটি মামলা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক
ময়মনসিংহে জুয়ার আসর থেকে সাবেক কাউন্সিলরসহ আটক ৯
ঢাকাকে হারের বৃত্তে আটকে প্লে-অফে এক পা রংপুরের
বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ৮ বাংলাদেশি আটক