• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

উখিয়ায় ইয়াবাসহ অস্ত্র ও গুলি উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ আগস্ট ২০২৪, ১৬:৫১
ছবি : আরটিভি

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকা থেকে এক লাখ পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান এবং ২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (২১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী। এর আগে মঙ্গলবার এই অভিযান চালায় বিজিবি।

বিজিবি জানায়, উখিয়ার পালংখালী বিওপির একটি চৌকস আভিযানকি টহলদল সীমান্তের পূর্ব ফারির বিল নামক স্থানে কৌশলগত অবস্থান গ্রহণ করে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কতিপয় মাদক কারবারি মায়ানমার সীমান্ত দিয়ে হেঁটে বাংলাদেশের অভ্যন্তরে আসার সময় বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ ফেলে দ্রুত জংগলের মধ্যে দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিজিবি টহল দল ব্যাগ তল্লাশি করে ১ লাখ বার্মিজ ইয়াবা উদ্ধার করে। ইয়াবার সঙ্গে মিলে ২টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পাইপগান, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং ১৫ রাউন্ড পাইপগানের গুলি জব্দ করতে সক্ষম হয়েছে বিজিবি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে পাচারকালে কুমিল্লা সীমান্তে ৪৪০ কেজি ইলিশ জব্দ
থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক
জনবল নিয়োগ দেবে বিজিবি, আবেদন ফি ১০০ টাকা
সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না, বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা