• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

কুড়িগ্রামে ছাত্রদলের শোক র‌্যালি ও সমাবেশ

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

  ২১ আগস্ট ২০২৪, ১৮:৫৮
ছবি : আরটিভি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরে শোক র‌্যালি ও সমাবেশ করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) দুপুরে শহরের দাদামোড় এলাকা থেকে র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ টাউন হলে গিয়ে সমাবেশে মিলিত হয়।

পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনী হত্যা, শাপলা চত্বরে অসংখ্য নিরীহ আলেম ও মাদরাসা ছাত্রকে হত্যা, গত ১৫ বছরের অসংখ্য গুম, খুন ও বিএনপিসহ বিরোধী দলগুলো গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, বৈষম্যবিরোধী আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে নৃশংস গণহত্যায় নিহতদের স্মরণে এই শোক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন মিয়া, উপজেলা আহ্বায়ক সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে সকল হত্যাকাণ্ডের আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের আওতায় এনে তার ফাঁসি কার্যকর করার আহ্বান জানান।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনুমতি ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
লালমনিরহাট-কুড়িগ্রামে বন্যা, ৬০ হাজার মানুষ পানিবন্দি
কুড়িগ্রামে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত