• ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
logo

পরিবারের নিখোঁজ ২ সদস্যকে ফিরে পেতে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ আগস্ট ২০২৪, ২২:৪৬
ছবি : আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একই পরিবারের দুই সদস্যকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক পরিবার।

বুধবার (২১ আগস্ট) দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে ভুক্তভোগী পরিবারটির নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনে নিখোঁজ থাকা মিজানুর রহমান ও রেজাউল করিমের বৃদ্ধ বাবা আলহাজ আয়নাল হক তার দুই ছেলেকে জীবিত ফিরে পেতে বর্তমান সরকারের কাছে আকুতি জানান।

সংবাদ সম্মেলনে আয়নাল হকের আরেক ছেলে, সেতাউর রহমান জানান তার দুই ভাইকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে উঠিয়ে নেয়া হয়েছিল। ২০১৬ সালের ১৭ আগস্ট বাড়ি থেকে বড় ভাই মিজানুর রহমানকে উঠিয়ে নিয়ে যায়, এর কয়েক মাসের মাথায় ২৭ ডিসেম্বর ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল করিমকেও একই কায়দায় উঠিয়ে নিয়ে যাওয়া হয়।

এরপর থেকে দুই ভাইয়ের খোঁজ পেতে পুলিশসহ বিভিন্ন সংস্থার কাছে ঘুরেছেন কিন্ত তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। এখন যেহেতু নতুন সরকার, সেই সঙ্গে অনেক নিখোঁজ থাকা ব্যক্তি ফিরে আসছেন। সেজন্য আমরা সরকারের কাছে দাবি জানাই আমার দুই ভাইকে আমাদের মাঝে জীবিত অবস্থায় ফিরিয়ে দেয়া হোক।

সংবাদ সম্মেলনে নিখোঁজ থাকা মিজানুর রহমান স্ত্রী আনোয়ারা বেগম ও সন্তানরা ছাড়াও পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দশম গ্রেড বাস্তবায়নের দাবি সার্ভে ডিপ্লোমাধারীদের
সেন্সর বোর্ডের সংস্কার ও পুনর্গঠনের দাবিতে সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দলের ২ নেতাকে কুপিয়ে জখম
সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি