• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু

আরটিভি নিউজ

  ২২ আগস্ট ২০২৪, ১২:০৭
ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ আগস্ট) রাতে তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির নাম কেরামত আলী। তিনি নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কেরামত আলী বন্যার পানিতে জাল দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে প্রবল স্রোতে তিনি ভেসে যান। পরে ঘটনাস্থলের অদূরে ভেসে ওঠেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেবদাস দেব বলেন, বুধবার রাত ১২টার দিকে মৃত অবস্থায় কেরামত আলীকে আমাদের হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে পরিবার মরদেহ নিয়ে যায়। তিনি মাছ ধরতে গিয়ে পিছলে পড়ে স্রোতের কারণে আর উঠতে পারেননি বলে জানতে পেরেছি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু
সিএনজির চাকা পাংচার হয়ে এনজিও কর্মকর্তার মৃত্যু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৮৩
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: মদ্যপ অবস্থায় ছিলেন গ্রেপ্তার তিনজন