লক্ষ্মীপুরে গত ৪ দিনে ৩১২.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে পুরো জেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
সরেজমিনে শহরের সমেসরাবাদ, বাঞ্চানগর, কলেজ রোডসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন এসব অঞ্চলের বাসিন্দারা। ডুবে গেছে কৃষিজমি ও সড়ক। ভেসে গেছে মাছের ঘের। এমনকি বাসাবাড়িতেও ঢুকেছে পানি।
লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন বলেন, প্রচণ্ড বৃষ্টিতে লাহারকান্দি উচ্চবিদ্যালয়ের আশপাশের এলাকায় পানি জমে আছে। খামার বাড়িসহ কাঁচারাস্তাগুলো পানির নিচে ডুবে আছে। রিকশা-গাড়ি কোনো কিছুই চলাচল করতে পারছে না।
লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ মজুপুর এলাকার বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, রহমতখালী খাল পানিতে টইটম্বুর। খালের পানি এসে কালু হাজি রোড ডুবে আছে। এখন চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
জেলার রামগতি উপজেলার আবহাওয়া পর্যবেক্ষক সোহরাব হোসেন বলেন, গত ৪ দিনে লক্ষ্মীপুরে ৩১২.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বেশি।