• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

চট্টগ্রাম থেকে সব রুটে ট্রেন চলাচল বন্ধ 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২২ আগস্ট ২০২৪, ১৫:০৭
ছবি: সংগৃহীত

ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকাসহ সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১২টার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম স্টেশন থেকে আজ বৃহস্পতিবার সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গিয়েছিল। কিন্তু বন্যার কারণে ট্রেনগুলো গন্তব্যে যেতে পারেনি। ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে। অনেক জায়গায় রেলসেতুর ওপর দিয়ে পানি চলাচল করছে। বন্যার পানি কুমিল্লায় রেললাইনের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার খবর পাওয়া গেছে।

সাইফুল ইসলাম বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে পাহাড় ধস হয়েছে। নিরাপত্তা বিবেচনায় এসব এলাকার সকল রুটে রেল চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুরে প্রতিদিন ১১টি আন্তনগর ট্রেন চলাচল করে। এ ছাড়া কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের সেই জাহাজ বন্দর জেটিতে 
কর্ণফুলীতে যুবকের মরদেহ উদ্ধার
সাংবাদিককে হত্যাচেষ্টা, ২৫ জনের বিরুদ্ধে মামলা
চলন্ত ট্রেনের বগিতে আগুন, নেভালেন স্থানীয়রা