• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

গাছ ভেঙে পড়ল চলন্ত ট্রাকে, প্রাণ গেল ব্যবসায়ীর

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২২ আগস্ট ২০২৪, ১৭:২৭
ছবি: আরটিভি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় চলন্ত একটি ট্রাকে গাছের ডাল পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পদুয়া নয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীর হাঁস পাড়া এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে। ট্রাকে মাছ নিয়ে তিনি চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন।

আহতরা হলেন, কক্সবাজারের চকরিয়া বদরখালী এলাকার মো. রুবেল (৩৮), নজরুল ইসলাম (২৮), বাপ্পী (২৬), মুহাম্মদ হানিফ (৩৪), মো. আলভী (২২) ও মো. ওসমান (৪৫)।

স্থানীয়রা জানান, চট্টগ্রামমুখী একটি চলন্ত মিনিট্রাকের ওপর একটি গাছ ভেঙ্গে পড়ে। এতে মিনিট্রাকের পেছনে থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জামশেদ উদ্দিন গিয়াস খবরের কাগজকে বলেন, দুর্ঘটনায় আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিসি পার্কে ফুল উৎসব উদ্বোধন
ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
বিদায়ী বছরে সড়কে ঝরেছে ৮৫৪৩ প্রাণ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের নবনির্বাচিত পরিষদের অভিষেক