• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

মেয়াদোত্তীর্ণ খাদ্য-ওষুধ বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ আগস্ট ২০২৪, ১৭:৪৭
ছবি: আরটিভি

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য ও ওষুধ বিক্রির অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে জীবননগর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, দুপুরে জীবননগর বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের অননুমোদিত ও মেয়াদ মূল্যবিহীন ওষুধ বিক্রির অপরাধে মেসার্স নুর ইউনানি ফার্মেসিকে ১০ হাজার টাকা ও একই অপরাধে মেসার্স মান্নান ইউনানি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে মেসার্স নাজিম স্টোরকে ১০ হাজার ও একই অপরাধে মেসার্স গাজি স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে জীবননগর থানা পুলিশের একটি টিম।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
নিখোঁজের ২০ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ
ঝড়-বৃষ্টিতে নাকাল চুয়াডাঙ্গা
জেলা রেজিস্ট্রার ও দামুড়হুদা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা