• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

পদ্মায় ট্রলারডুবি, বাদ্যকর নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ আগস্ট ২০২৪, ০৯:৩৮
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের পদ্মা সেতুর ৩ নম্বর খুঁটির নিচে একটি ট্রলার ডুবে লক্ষ্মণ চন্দ্র দাস (৬০) নামে এক বাদ্যকর নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে পদ্মার চরে ঘাস কেটে ফেরত আসার সময় পদ্মায় তীব্র স্রোতে ঘাসভর্তি ট্রলারটি ডুবে যায়।

মৃত লক্ষ্মণ চন্দ্র দাস উপজেলার কনকসার ইউনিয়ন দক্ষিণ সিংহেরহাটি গ্রামের শুকুমার চন্দ্র দাসের ছেলে। তিনি বিভিন্ন অনুষ্ঠানে বাঁশি, ঢোল বাজাতেন।

জানা যায়, দুর্ঘটনার সময় লক্ষ্মণের সঙ্গে আরও ৪ জন ছিল। পরে এক জেলের সহযোগিতায় বাকি চারজন মন্নাফ সৈয়ল, ইসমাঈল শেখ, ইউসুফ হাওলাদার ও ট্রলারচালক মোকসান প্রাণে বেঁচে যায়।

লৌহজং ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বাসুদেব বলেন, দুপুরে ট্রলারটি ডুবলেও ফায়ার সার্ভিসকে জানানো হয় বিকেল ৫টায়। পদ্মায় প্রবল স্রোত থাকায় যেহেতু ট্রলার ও নিখোঁজ ব্যক্তি ভেসে গিয়েছে তাই ডুবুরি টিমকে পদ্মায় নামানো হয়নি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিয়ায় ট্রলারডুবির ঘটনায় ২৭ জেলে নিখোঁজ
বঙ্গোপসাগরে ৮ ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার
লরিচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
ইতালি যাওয়ার পথে মাদারীপুরের ৩ যুবকের মৃত্যু