• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কমতে শুরু করেছে মনু নদীর পানি

আরটিভি নিউজ

  ২৩ আগস্ট ২০২৪, ১৫:৫৮
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের মনু নদীর পানি কমতে শুরু করেছে। শুক্রবার (২৩ আগস্ট) মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধলাই নদীতে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে বৃষ্টি না হওয়ায় মনু নদীর পানিও কমতে শুরু করেছে।

জাবেদ ইকবাল আরও বলেন, আশা করা যাচ্ছে বিকেলের মধ্যে মনু নদীতে পানি আরও কমবে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৯টার আপডেট অনুযায়ী জেলার মনু নদী (রেলওয়ে ব্রিজ) বিপৎসীমার ২৯ সে.মি, চাঁদনীঘাট এলাকায় ১১৫ সে.মি, জুড়ী নদীতে বিপৎসীমার ১৯৬ সে.মি, কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১০ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া ধলাই নদীর পানি বিপৎসীমার ৮১ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্যের সঙ্গে পরকীয়া করতেন স্ত্রী, সন্দেহে খুন করলেন স্বামী
দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
এবার আর আগের মতো ভোট হবে না: সিইসি
সৌদিতে ব্যাপক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি