• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

সাতক্ষীরায় বিদেশি পিস্তলসহ এক ব্যক্তি আটক 

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ আগস্ট ২০২৪, ১৭:৩৮
সাতক্ষীরায় বিদেশি পিস্তলসহ এক ব্যক্তি আটক 
ছবি : আরটিভি

সাতক্ষীরায় একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং ১ কেজি ৯৯৫ গ্রাম রূপার গহনাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটক তরিকুল ইসলাম কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র। বৃহস্পতিবার রাত ২টার দিকে কলারোয়া সীমান্তের কাকডাংগা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তরিকুল ইসলামকে আটক করে।

শুক্রবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল ইসলাম।

লে. কর্নেল আশরাফুল ইসলাম বলেন, দক্ষিণ ভাদিয়ালী সীমান্ত দিয়ে অস্ত্র গোলাবারুদ পাচার হচ্ছে এমন খবরে নায়েব সুবেদার আবু তাহের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় তরিকুল ইসলামকে আটক করা গেলেও আব্দুল গফফার নামক এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন। গফফার পূর্ব ভাদিয়ালী গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র। পরে তরিকুলকে তাল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ১ কেজি ৯৯৫ গ্রাম রুপা উদ্ধার করা হয়।

আশরাফুল ইসলাম আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল ইসলামের বিরুদ্ধে ৪টি মাদক মামলা এবং পলাতক গফফারের বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী নিশি গ্রেপ্তার
সাতক্ষীরা সীমান্তে কৃষককে জমি চাষে বিএসএফের বাধা
এবার মসজিদের সাইনবোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা’, অতঃপর...
সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম গ্রেপ্তার