সেনবাগে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০
নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে গ্যাস সিলিন্ডার বিক্রির ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে ছাতারপাইয়া পশ্চিম পাড়া ও সোনাকান্দি গ্রামের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহতদের মধ্যে মো. ইমন ও আরজু নামের দুইজনকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ছাতারপাইয়া বাজারের সফিকের দোকানে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির ঘটনা নিয়ে প্রথমে শুক্রবার দুপুরে কয়েকজন ছাত্রের সঙ্গে কথাকাটি হয়। যার জের ধরে বিকেলে ছাতারপাইয়া পশ্চিম পাড়া ও সোনাকান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, এ সময় দুটি দোকানে অগ্নিসংযোগ ও অন্তত ২০টি দোকানে হামলা, ভাঙচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে।
সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনবাগ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন