• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

অনুষ্ঠিত হলো কান্তজিউ মন্দিরে ‘যুগল বিগ্রহ’

আরটিভি নিউজ

  ২৪ আগস্ট ২০২৪, ১২:৫৯
দিনাজপুরের কান্তজিউ মন্দির থেকে কান্তজিউ বিগ্রহ নিয়ে নৌপথে শহরের রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হন পুণ্যার্থীরা। ছবি : সংগৃহীত

দিনাজপুর জেলায় অবস্থিত কান্তজিউ মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ‘যুগল বিগ্রহ’ অনুষ্ঠান শেষ হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সনাতন হিন্দুধর্মীয় প্রথা অনুযায়ী কান্তজিউ মন্দির থেকে রাধা-কৃষ্ণের যুগল মূর্তি নদীপথে দিনাজপুর শহরস্থ রাজবাড়ীতে স্থানান্তর করা হয়।

এ সময় সনাতন ধর্মাবলম্বীরা জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ‘যুগল মূর্তি’ নিয়ে কান্তজিউ মন্দির ঘাট ত্যাগ করে। ওই সময় মোট ২০টি জলযান ৩৭টি ঘাট অতিক্রম করে দিনাজপুর শহরের সাধুর ঘাটে পৌঁছায়। পরবর্তীতে সড়কপথে দিনাজপুর শহরের রাজবাড়ীতে পৌঁছায়।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ৬৬ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী মোতায়েন ছিল। বিভিন্ন ঘাটের নিরাপত্তাসহ তিনটি স্পিডবোট ও তিনটি ট্রলার যোগে নদীপথে সেনাসদস্যদের টহলের মাধ্যমে অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেটদুনিয়া কাঁপাচ্ছেন মন্দিরা চক্রবর্তী
মন্দিরের দেয়ালে ধর্মীয় শিষ্টাচার তুলে ধরছেন সনাতনী শিক্ষার্থীরা
বাংলাদেশের সবাই এক পরিবার: ড. ইউনূস
ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭, আহত অর্ধশতাধিক