বন্যাদুর্গতদের মধ্যে ছাত্রদলের ত্রাণসামগ্রী বিতরণ
হবিগঞ্জে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (২৪ আগস্ট) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসময় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেন, বিএনপি গণমানুষের রাজনৈতিক দল। এ দল দেশের মানুষের যেকোনো সংকটে সর্বাত্মক পাশে থাকে। এবারের বন্যার শুরুতেই ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমান আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বানভাসি মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই নির্দেশনা মোতাবেক সার্বক্ষণিক বন্যাকবলিত মানুষের পাশে রয়েছি।
ত্রাণসামগ্রী বিতরণকালে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ফারুক হোসেন, মাসুদুর রহমান মাসুদ, মোস্তাফিজুর রহমান রুবেল, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বন্যাকবলিত কয়েকটি গ্রামে দিনব্যাপী এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।
মন্তব্য করুন