• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

শেখ হাসিনার ৪ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ২ মামলা

আরটিভি নিউজ

  ২৪ আগস্ট ২০২৪, ১৬:১০
ছবি : সংগৃহীত

খুলনার খালিশপুরে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ চাচাতো ভাই খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বাবুসহ ২১৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে খালিশপুর থানায় মামলা দুটি করা হয়।

৯নং ওয়ার্ডের শেখ দবীর ও ১৫নং ওয়ার্ডের কাজী মো. ইকরাম মিন্টু বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

শেখ দবিরের দায়ের করা মামলায় ১১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় ২০২২ সালের ২৭ আগস্ট ৯নং ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়।

ইকরাম মিন্টুর মামলায় ১০৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ২০২৩ সালের ২২ অক্টোবর ১৫নং ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

খালিশপুর থানার পরিদর্শক (তদন্ত) আশিষ মৈত্র বলেন, মামলা দুটি রেকর্ড করা হয়েছে। তদন্তের জন্য দুই জন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তারা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস
অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের রায় আজ
সড়কে শৃঙ্খলা ফেরাতে একদিনে ২১৮০ মামলা