ভারী বর্ষণে নাটোরে দেবে গেছে রেললাইন
ভারী বর্ষণের কারণে নাটোরের লালপুরে আব্দুলপুর–আজিমনগর স্টেশনের মধ্যবর্তী ঘোষপাড়া এলাকায় মাটি ধসে আপ রেললাইনের পাশের একাংশ দেবে গেছে। এতে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। বর্তমানে ধসে যাওয়া রেললাইন সংস্কার করা হচ্ছে।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে আব্দুলপুর রেলওয়ে জংশনে দায়িত্বরত স্টেশন মাস্টার মো. জিয়া উদ্দিন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত কয়েক দিনের ভারী বর্ষণের কারণে শুক্রবার দুপুর ১২টার দিকে আব্দুলপুর ও আজিমনগর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ঘোষপাড়া ভাঙা এলাকায় রেললাইন দেবে যায়। এরপর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করে। বিষয়টি জানার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
স্টেশন মাস্টার বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। সকাল থেকে রেললাইনের মেরামত কাজ চলছে। আশা করি দু–একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।
মন্তব্য করুন