কক্সবাজার-চট্টগ্রাম রুটে ফের চালু হচ্ছে ঈদ স্পেশাল ট্রেন
কক্সবাজার-চট্টগ্রাম রুটে ফের চালু হচ্ছে ঈদ স্পেশাল ট্রেন।
রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করবে চট্টগ্রামের উদ্দেশ্যে। সবকিছু ঠিক থাকলে পরদিন চট্টগ্রাম থেকে রওনা দেবে কক্সবাজারের উদ্দেশ্যে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার গোলাম রাব্বানী।
প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ২২ আগস্ট থেকে ঢাকা-কক্সবাজারের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল কক্সবাজার-চট্টগ্রাম রুটের ঈদ স্পেশাল ট্রেনও। তিনদিন পর কক্সবাজার-চট্টগ্রাম রুটে ঈদ স্পেশাল চালু হলেও বন্ধ থাকবে ঢাকা-কক্সবাজার রুটের ট্রেন।
স্থানীয়রা জানান, গত ৮ এপ্রিল ঈদে ঘরমুখো মানুষের কথা বিবেচনা করে কক্সবাজার-চট্টগ্রাম রুটে শুরু হয়েছিলো ঈদ স্পেশাল ট্রেন। বাসের তুলনায় দাম ও সময় কম লাগায় অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠে এ ট্রেনটি।
এ বিষয়ে স্টেশন মাস্টার গোলাম রাব্বানী বলেন, শনিবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সিডিউল অনুযায়ী সবকিছু ঠিকঠাক আছে।
মন্তব্য করুন