• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

মাটি কাটতে গিয়ে মিলল পরিত্যক্ত কামানের গোলা

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ আগস্ট ২০২৪, ১৭:৪৫
ছবি : আরটিভি

মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামে মাটি কাটতে গিয়ে একটি পরিত্যক্ত কামানের গোলা পাওয়া গেছে।

রোববার (২৫ আগস্ট) সকালে কালাচাদপুর গ্রাম দিয়ে প্রবাহিত ভৈরব নদী তীরের মাটি খননকালে এটি পাওয়া যায়। গোলাটি উদ্ধার করেছে পুলিশ। আদালতের অনুমতি সাপেক্ষে বোমা ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে কালাচাঁদপুর গ্রামের ভৈরব নদীর মাটি অপসারণের লক্ষ্যে খননকাজের সময় গোলাটি পাওয়া যায়। খবর পেয়ে কামানের গোলাটি উদ্ধার করে মেহেরপুর সদর থানার হেফাজতে রাখা হয়েছে। এটি সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত কামানের গোলা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ব্যবহার করা হলেও তা বিস্ফোরিত হয়নি বলে মনে করছে পুলিশ।

মেহেরপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম বলেন, গোলাটি নিষ্ক্রিয় করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে সবজির বাজারে দরপতন, বিপাকে চাষিরা
মেহেরপুরে এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙে ৬ লাখ টাকা চুরি
মোটরসাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই কলেজছাত্র নিহত
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই কারাগারে