• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, প্রাণ গেল যুবকের

আরটিভি নিউজ

  ২৫ আগস্ট ২০২৪, ১৯:০৫
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহান শেখ (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিবাড়ি বাজার হতে একই উপজেলার বারৈপাড়া এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সোহান। পথে রাউৎভোগ ব্রিজের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সোহান শেখ উপজেলার যশলং গ্রামের বড় বাড়ির আবু বক্কর শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ৩ বন্ধু মিলে ৩০ হাজার টাকা দিয়ে একটি নম্বরবিহীন মোটরসাইকেল কিনেন সোহান ও তার অপর দুই বন্ধু। ঘটনার সময় সেই মোটরসাইকেল নিয়ে সড়কে চালাচ্ছিলেন সোহান। অতিরিক্ত গতির কারণেই সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত হয়।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শফি উদ্দিন গণমাধ্যমকে বলেন, সেতুর রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে যুবকের মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮
বাবা-ছেলেসহ একদিনেই সড়কে ঝরল ২০ প্রাণ
টাঙ্গাইলে বাবা-ছেলেসহ সড়কে প্রাণ গেল ৪ জনের