• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

নোয়াখালী-লক্ষ্মীপুরে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিলো কেন্দ্রীয় ছাত্রদল

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ আগস্ট ২০২৪, ২০:১৭
ছবি : আরটিভি

নোয়াখালী ও লক্ষ্মীপুর সদরে বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (২৫ আগস্ট) সকাল থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। ছাত্রদলের বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, স্যালাইন, পানি, শুকনো খাবার ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের উদ্যোগে বন্যার্ত নোয়াখালী, লক্ষীপুরসহ বিভিন্ন জেলার বন্যা দুর্গত এলাকায় আমরা ত্রাণ এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এই ধারাবাহিকতা নোয়াখালীর সদর উপজেলার একাধিক ইউনিয়ন ও লক্ষীপুরের সদর উপজেলার বানভাসিদের ঘরে ঘরে ছাত্রদল নেতারা ত্রাণ পৌঁছে দেয়।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সহসভাপতি এবিএম ইজাজুল করিম রুয়েল, মনজুরুল ইসলাম রিয়াদ, যুগ্ম সম্পাদক হাসানুর রহমান হাসান, মওদুদ আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার, হাসপাতালে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু
‘ওবায়দুল কাদেরের নির্দেশে ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ মাহফিল বন্ধ ছিল’
সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ ছাত্রদল কর্মী নিহত
নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন